ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও ভারত। যুব বিশ্বকাপের আগামী আসরেও একই গ্রুপে রাখা হয়েছে তাদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরাররা।