বিপিএলের সিলেট পর্বে থাকছেন না সৌম্য
পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব, অর্থাৎ সিলেট পর্বে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।
পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব, অর্থাৎ সিলেট পর্বে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের পর চট্টগ্রাম রয়্যালসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। যদিও কয়েক দিনের ব্যবধানে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই চুক্তি বাতিল করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও বিপিএলের গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটিতে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৬ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় পরিসরে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় সেটা অবশ্য হয়ে উঠেনি। এক প্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
চা–বাগানে ঘেরা স্টেডিয়াম ঢোকার আগে মেইন রাস্তার সঙ্গে টিকেট কাউন্টার। টিকেট প্রত্যাশীদের ভিড় দেখলেই আন্দাজ করা যায় সিলেটে ক্রিকেটের আমেজ শুরু হচ্ছে। বিপিএলের আগামী আসরের সব টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। স্বাভাবিকভাবেই লাক্কাতুরা স্টেডিয়ামের টিকেট কাউন্টারে ভিড় নেই। বিপিএলের আমেজটাও যেন খানিকটা ভাটা পড়েছে। টুর্নামেন্টের আমেজ বাড়াতে বিসিবিও বিশেষ কিছু করেনি। টুর্নামেন্ট শুরুর আগেও স্টেডিয়ামে ঢোকার ফটকে নেই বিপিএলের কোন ব্যানার কিংবা ফেস্টুন।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ দিয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপিএল শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে ২৫ ডিসেম্বর দুপুরে অনুশীলন করার কথা ছিল নাইম শেখ, শরিফুল ইসলামদের। আর্থিক সঙ্কট কারণে বিপিএল শুরুর আগের দিন সকালে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি মালিকানা নেয়ায় খুশি চট্টগ্রামের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।
‘কাজ করতে ইচ্ছে করছে না, বিপিএল করব না…।’ পর্যাপ্ত অনুশীলন সামগ্রী না পাওয়ায় এমন মন্তব্য করে অনুশীলন বয়কট করেন খালেদ মাহমুদ সুজন। নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে একই সিএনজিতে চড়ে মাঠ ছাড়েন সহকারী কোচ তালহা জুবায়েরও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নোয়াখালীর মালিকপক্ষের চেষ্টায় কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও অনুশীলনে ফেরেন তারা দুজন। পরবর্তীতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন জানিয়েছেন, হিট অব দ্য মোমেন্টে’ ভুল বোঝাবুঝি হয়েছে।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। তবে কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা এখনো ঠিক করেননি সিলেটের নবনিযুক্ত অধিনায়ক।
‘আমি চাই সৌম্য অধিনায়কত্ব করুক, যদি ও করতে চায়।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষে এমন মন্তব্য করেছিলেন খালেদ মাহমুদ সুজন। পরবর্তীতে সৌম্য সরকার ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছিলেন, তাঁর অধিনায়কত্ব করার ইচ্ছে আছে। যদিও বিপিএলের আগামী আসরের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়নি বাঁহাতি ওপেনার। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নোয়াখালীকে নেতৃত্ব দেবেন সৈকত আলী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর একদিন আগেও পর্যাপ্ত স্পন্সর জোগাড় করতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তানভির ইসলামদের মতো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে হিমশিম খেতে হয়েছে তাদের। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের চুক্তির ২৫ শতাংশ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজি। সেটা অবশ্য করতে পারেনি চট্টগ্রাম।
বিপিএল শুরুর একদিন আগে দুপুর দুইটা থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। নাইম শেখ, শরিফুল ইসলামরা মাঠে আসার আগেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। এমন অবস্থায় বিপিএলের আগামী আসরের জন্য চট্টগ্রামের মালিকানা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর একদিন আগে পরিস্থিতিতে চাপে আছে বোর্ড। এমনটাই জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগের দিন শুরু হয়েছিল নাটকীয় এক পরিস্থিতি। সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন বয়কট করেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার সঙ্গে মাঠ ছাড়েন সহকারি কোচ তালহা জুবায়েরও। যদিও অনুশীলন বয়কট করার ঘণ্টা দুয়েক পর ফের অনুশীলনে ফিরে যান সুজন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রাশেদ। বিসিবিকে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।