ঢাকার কাছে হেরেও কোয়ালিফায়ারে চট্টগ্রাম, প্রতিপক্ষ রাজশাহী
তাসকিন আহমেদের প্রথম বলেই ফিরলেন মোহাম্মদ হারিস। দ্বিতীয় ওভারে মাহমুদুল হাসান জয় ও তৃতীয় ওভারে ড্রেসিং রুমের পথে হাঁটলেন সাদমান ইসলাম। চট্টগ্রাম রয়্যালসের রান পঞ্চাশ ছোঁয়ার আগে আউট হয়েছেন নাইম শেখ, হাসান নাওয়াজও। দ্রুতই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। রান রেটে এগিয়ে থেকে সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলতে অন্তত ৭৭ রান করতে হতো চট্টগ্রামকে। সেই সমীকরণ মেলানোর আগে অল আউট হওয়ার শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত তা হয়নি।