 
        কলকাতার প্রধান কোচের দায়িত্বে অভিষেক নায়ার
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে আর নবায়ন করেনি। সেই থেকেই নতুন প্রধান কোচের সন্ধানে ছিল আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনায়।
 
         
         
         
         
         
         
         
         
         
        