বিগ ব্যাশে চালু হচ্ছে ‘ডেজিগনেটেড ব্যাটারের’ নিয়ম, করতে হবে না ফিল্ডিং
বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী মৌসুম থেকে চালু হতে যাচ্ছে ডেজিগনেটেড ব্যাটার ও ফিল্ডারের নিয়ম। এই নিমেয়ের ফলে ফিল্ডিং না করেই ব্যাটিং করতে পারবেন দলগুলোর একজন ব্যাটার। এই ধারণাটি নেয়া হয়েছে জনপ্রিয় খেলা বেসবল থেকে। গত কয়েক গ্রীষ্ম থেকেই বিগ ব্যাশের আলোচনায় ছিল এই পদ্ধতি।