পিএসএলে দেখা যাবে মুস্তাফিজকে
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকার কথা ছিল ট্রায়াঙ্গল সার্ভিসেসের। তবে আর্থিক সঙ্কটের কথা জানিয়ে টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেয় তারা। লিগ চালিয়ে নিতে এক প্রকার বাধ্য হয়েই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিত্রটা একই রকম না হলেও বিসিবির দেখানো পথেই হাঁটতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
কদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম শেষ হতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ক্রিকেটারের নিবন্ধন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসর দিয়ে শুরু হচ্ছে ৮ দলের পিএসএল।
আগেই জানা গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে আগামী বছর পিছিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। তবে কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএলের ১১তম আসর।
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। সোমবার নিজেই সেই ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী মঈন জানিয়েছেন, পিএসএলে যোগ দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। মঈনের ধারণা পিএসএল এরই মধ্যে নিজেদের ভালো অবস্থান তৈরি করেছে ফ্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরপত্রপ্রক্রিয়ায় অংশ নিয়ে ১০ বছরের জন্য মালিকানা ধরে রেখেছে কোয়েটা গ্লাডিয়েটর্স, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশাওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। তবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে চুক্তি নবায়ন করেনি মুলতান সুলতান্স। বিষয়টি নিশ্চিত করেছেন মুলতানের মালিক আলী খান তারিন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন করেছে তিনটি দল। আগামী আরও দশ বছরের জন্য পিএসএলে থাকার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আসছে বড় পরিবর্তন। টুর্নামেন্টের একাদশ আসরের আগে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ২০২৬ সাল থেকে লিগে দলের সংখ্যা ছয় থেকে বেড়ে আট হবে। এমনটাই নিশ্চিত করেছেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল দল ধরা হয় মুলতান সুলতান্সকে। ২০২১ পিএসএলের চ্যাম্পিয়ন ছিল দলটি। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলি খান তারিন পাকিস্তান সুপার লিগ নিয়ে কড়া সমালোচনা করেন। এর প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আইনি নোটিশ পাঠায়।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এর সর্বশেষ আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় ৯৭ কোটি রুপি দেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আর্থিক হিসাব ও কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিকান্দার রাজা। বার্মিংহামে রাতের ডিনার করা জিম্বাবুইয়ান অলরাউন্ডার দুবাইয়ে সেরেছেন সকালের নাশতা। গাড়ি যোগে আবুধাবি পৌঁছে সেখানে করেছেন লাঞ্চ। পরবর্তীতে টসের ১০ মিনিট আগে লাহোরে পৌঁছে খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। লাহোরের তৃতীয় শিরোপা জয়ের নায়কদের একজনও হয়ে উঠেছেন রাজা। তারকা অলরাউন্ডারের এমন পেশাদারিত্ব প্রশংসায় ভাসছে সর্বত্র। ইমাদ ওয়াসিম জানান, টাকা থাকলে এমন সম্ভব জিনিস অনায়াসেই সম্ভব হয়ে উঠে।
সিকান্দার রাজা যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান, টস হতে বাকি আর মিনিট দশেক। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের পৌঁছে যাওয়ার খবর পেয়ে তাকে একাদশে রেখেই টিম শিট নিয়ে টসে নেমে পড়েন শাহীন শাহ আফ্রিদি। বিমানবন্দর থেকে ছুটে সরাসরি মাঠে এসে দলের হয়ে ৪ ওভার বোলিং করলেন। ব্যাট হাতে ঝড় তুলে শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের জয়ের নায়ক হয়েছেন রাজাই।