বক্সিং ডে'তে অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৪৫.২ ওভারে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজে এর চেয়ে কম ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র দু'বার। দুটিই এই মেলবোর্নে, একবার ১৯০২ সালে, আরেকবার ২০১০ সালে। এবারের ইনিংসে স্টিভ স্মিথের দল করতে পেরেছে মাত্র ১৫২ রান।