পিএসএলে দেখা যাবে মুস্তাফিজকে
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে।
বিপিএল চললেও রিশাদ হোসেনকে বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফর্মের তুঙ্গে আছেন রিশাদ। এরই মধ্যে ৭ ম্যাচে ২৫.৩৭ গড়ে নিয়েছেন ৮ উইকেট। প্রতি ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে একটি ম্যাচও না খেলিয়েই তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরি বা পারফরম্যান্সজনিত কোনো কারণ না থাকলেও এই চুক্তি বাতিলের বিপরীতে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না বাংলাদেশি পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। যার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেখানে যাবে না বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা মেটাতে মধ্যস্থতার চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি দ্রুত সমাধান না হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়েই বড় জটিলতা তৈরি হতে পারে।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের গত কয়েক ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ যেন আবারও নিজের পরিচিত ভূমিকায় ফিরেছেন। চাপের মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব নেয়া, ম্যাচ শেষ করে মাঠ ছাড়া, এই দৃশ্য তার জন্যে নতুন নয়। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে তার ইনিংসের স্বীকৃতি মিলেছে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কণ্ঠে।
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার হতাশা এখনও কাটেনি জাকের আলী অনিকের। এর মধ্যেই আরেকটি ধাক্কা এসেছে বিপিএলে। নোয়াখালী এক্সপ্রেসের একাদশ থেকেও বাদ পড়েছেন এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবেই ছন্দে নেই এই উইকেটরক্ষক।
আগের দুই ম্যাচেই খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের আরেকটি ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মাহমুদউল্লাহ খেলেছেন ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস। তাতেই ৫ উইকেটের জয় পেয়েছে রংপুর। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠিও দিয়েছে বোর্ড। চিঠি দিলেও এখনো জবাব দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে দ্রুতই আলোচনার জন্য বিসিবিকে ডাকা হবে বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। শুরুর বেশ কয়েকটি ম্যাচেই তাকে চার নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। নতুন এই পজিশনে নেমে ব্যাট হাতেও সফল হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে ২০১ রান করেছেন তিনি। তবে সোমবার তাকে সিলেটের হয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। যার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেখানে যাবে না বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে। এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিদ্ধান্তে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে (আইসিসি) বিশ্বকাপের ভেন্যু পাল্টানোর আবেদন জানিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।