সূর্যকুমার-গিলরা সঠিক সময়েই জ্বলে উঠবে, বিশ্বাস ডেসকাটের
সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে সাউথ আফ্রিকার কাছে ভারতের ৫১ রানের বড় হারের পর আবারও আলোচনায় এসেছে সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ছন্দহীন ব্যাটিং। তবে এই সমালোচনার মাঝেও ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট দুজনের প্রতি পুরো আস্থা রেখেছেন। ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই দুজনের অবস্থান পরিষ্কার করেছেন ডাচ এই কোচ।