এলপিএল শুরুর দিনক্ষণ জানালো শ্রীলঙ্কা
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর অনুষ্ঠিত হয়নি। যদিও পরবর্তী আসর কবে শুরু হবে তা নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে আগামী বছরের ৮ জুলাই থেকে পর্দা উঠবে এলপিএলের।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর অনুষ্ঠিত হয়নি। যদিও পরবর্তী আসর কবে শুরু হবে তা নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে আগামী বছরের ৮ জুলাই থেকে পর্দা উঠবে এলপিএলের।
সবশেষ দুই আসরে জুলাই-আগষ্টে হলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় নভেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসর। তবে সেই বিশ্বকাপের জন্যই স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি। আইসিসির গাইডলাইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য বিশ্বমানের ভেন্যু প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সীমা ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুই দল কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই দুই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে লঙ্কান ক্রিকেট বোর্ডের অভিযোগ তারা চুক্তি অনুযায়ী কাজ করেনি। এমনকি এর ব্যাখ্যা দিতেও ব্যর্থ হয়েছে তারা।