‘বোর্ড যদি মনে করে আমি সিন্ডিকেট করি তাহলে তারাই আমাকে বের করে দেবে’
লম্বা সময় ধরেই দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একের পর এক ট্রফি জেতায় আবারও দরজা খুলে জাতীয় দলের। গত বছর সিনিয়র সহকারী কোচ হিসেবে আরেক দফা বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন তিনি। তবে চলতি বছর সবার তোপের মুখে পড়তে হয় তাকে। সবশেষ কয়েক সিরিজে কিছু কিছু ক্রিকেটারদের প্রতি তাঁর পক্ষপাত নিয়েও প্রশ্ন উঠছে।