আমার পারফরম্যান্স কথা বলবে, বাংলাদেশকে অনেক কিছু দেয়া বাকি: সাব্বির
বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান। বিশেষ করে চিটাগং কিংসের বিপক্ষে ডানহাতি ব্যাটারের ৯ ছক্কায় অপরাজিত ৮২ রানের ইনিংস সেরা সময়ের সাব্বিরকে মনে করিয়েছে। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও দু-একটা ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। যদিও পুরোদমে ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি সাব্বির। সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো করতে পারছে না বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার।