সিলেট পর্ব শেষে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের কার কী পারফরম্যান্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে লিগ পর্বের ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে নানান জটিলতায় চট্টগ্রামে বিপিএল নেয়া সম্ভব না হওয়ায় চট্টগ্রামের ম্যাচগুলো সরিয়ে আনা হয় সিলেটে। ২৪ ম্যাচের সিলেট পর্ব শেষ হয়েছে ১২ জানুয়ারি। প্লে-অফের জন্য তিনটি দলও চূড়ান্ত হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে সেরা চারের টিকিট পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।