বিগ ব্যাশে রিশাদের অভিষেক
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাননি ডানহাতি এই লেগ স্পিনার। টুর্নামেন্টের আগামী মৌসুমের জন্যও বাংলাদেশের তারকা স্পিনারকে দলে টেনেছে হোবার্ট। এবার অবশ্য পুরো মৌসুমই খেলবেন রিশাদ।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের এই লেগ স্পিনার আগেই জানিয়েছিলেন দলটির হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের অধীনে খেলতে তর সইছে না তার।
অস্ট্রেলিয়ার আসন্ন বিগ ব্যাশ লিগে খেলার স্বপ্ন ভেঙে গেল ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। হাঁটুর চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে অশ্বিনের দল সিডনি থান্ডার।
বিগ ব্যাশের আগামী আসরের পর্দা উঠলে ১৪ ডিসেম্বর। আসন্ন এই টুর্নামেন্টে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যদিও তাদের বিগ ব্যাশে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। এবার সেই ধোঁয়াশা কিছুটা হলেও কাটতে চলেছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, তাদের সবাইকেই দেয়া হচ্ছে অনাপত্তি পত্র (এনওসি)।
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় কোচিংয়ে যোগ দিলেন ম্যাক্সওয়েল। স্প্রিং চ্যালেঞ্জ টুর্নামেন্টে মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
দীর্ঘ ১১ বছর পর বিগ ব্যাশে ফিরতে যাচ্ছেন মিচেল স্টার্ক। আসন্ন এই মৌসুমে তিনি খেলতে চলেছেন সিডনি সিক্সার্সের হয়ে। আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের আসর। আর ফাইনাল হবে ২৫ জানুয়ারি। জানা গেছে অ্যাশেজ সিরিজ শেষে তিনি বিগ ব্যাশে যোগ দেবেন। অ্যাশেজ শেষ হবে ৮ জানুয়ারি।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের এই দলটির হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের অধীনে খেলতে তর সইছে না রিশাদের।
আগেই জানা গেছে আসন্ন বিগ ব্যাশে খেলবেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে তাকে কত ম্যাচের জন্য পাওয়া যাবে তা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এবার জানা গেছে পুরো মৌসুমের জন্য বিগ ব্যাশে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি চুক্তি সম্পন্ন করেছে সিডনি থান্ডার। ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটির হয়ে মাঠে নামবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেয়ার সময়ই বিশ্বের অন্য লিগে খেলার কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের ও আইপিএলের বাইরে ডানহাতি স্পিনারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার শুরুটা হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সেই টুর্নামেন্টর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দেখা যাবে তাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলে বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছেন রিশাদ হোসেন। ক্যারিয়ারের উন্নতির জন্য এমনটা চেয়েছেন এই লেগস্পিনার। তার চাওয়াকে প্রাধান্য দিয়ে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকফ্রেঞ্জিকে এই বিষয়টি নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র।