রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আগামীকাল

রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ
রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আগামীকাল
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রংপুর-রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ- ২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আগামীকাল (শুক্রবার)। ফাইনাল শেষে পুরস্কার প্রদান করবেন বিসিবির পরিচালক ইসতিয়াক সাদেক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কোয়াবের সভাপতি মোঃ মিঠুন।

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে জিতে সেমিফাইনালে উঠেছে দৈনিক কালের কণ্ঠ, চ্যানেল আই, চ্যানেল টোয়েন্টিফোর ও আরটিভি। প্রথম ম্যাচে ক্রিকফ্রেঞ্জিকে ১৬ রানে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ম্যাচে ৫.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় কালের কণ্ঠ। ৮ বলে ৩৩ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অবসরে যান জহিরুল ইসলাম। পরে ৩ উইকেট হারিয়ে ৯০ রানের বেশি করতে পারেনি ক্রিকফ্রেঞ্জি।

ব্যাট হাতে ২৪ রানের সঙ্গে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইকলাচ। একই সময়ে পাশের মাঠে সময় টিভির বিপক্ষে ৪ উইকেটের জয় পায় আরটিভি। আগে ব্যাট করে ১১৫ রান করে সময় টিভি। তামিম হোসেন ৩৪, তাওসিব ৩২ ও সাকলাইন প্রীতম ৩২ রান করে অবসরে যান। ৫.৪ ওভারে জিতে যায় আরটিভি। ব্যাট হাতে ১৪ বলে ২৮ ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জহির।

দৈনিক সমকালকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় চ্যানেল টোয়েন্টিফোর। মাত্র ৬৯ রানের লক্ষ্য ৩.১ ওভারে ছুঁয়ে ফেলে তারা। বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ১০ বলে ৩২ রান নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন আদ দ্বীন সজীব। চ্যানেল আইয়ের বিপক্ষে জয় পেয়েছে জাগোনিউজ২৪.কম। নীলাদ্রি শেখর ১৩ বলে ৩০, রাহুল রায় ১৩ বলে ৩৪, সজীব দাস ৭ বলে ৩২ ও মিলন মল্লিক ৪ বলে ২২ রান করলে ৬ ওভারে ১৫৪ রানের বড় পুঁজি পায় চ্যানেল আই।

জবাবে বিজয় রায় ৬ বলে ৩৪ ও সাঈদ শিপন ১৮ বলে ৩০ রান করলে ১০১ রানে থামে জাগো নিউজ। বল হাতে ২ উইকেট ও ব্যাটিংয়ে ৩২ রান করে ম্যাচ সেরা সজীব। ১৯ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে দৈনিক কালের কণ্ঠের বিপক্ষে মাঠে নামবে চ্যানেল আই। দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিপক্ষ আরটিভি। দুইটি ম্যাচই সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালের দুই জয়ী দল একই দিন সকাল ১১ টায় ফাইনালে মুখোমুখি হবে। রংপুর-রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ- ২০২৫ পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের কোয়ার্টার-ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শানিয়ান তানিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

আরো পড়ুন: বিএসজেএ মিডিয়া কাপ