
ফিক্সিং কাণ্ডের প্রাথমিক রিপোর্ট দেখে কারও নাম প্রকাশ করবে না বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর নিয়ে ওঠা স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। আগামী মাসের শেষের দিকে দেয়া হবে চূড়ান্ত রিপোর্ট। বিসিবি সভাপতির হাতে চূড়ান্ত রিপোর্ট না আসার আগ পর্যন্ত কোনো অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না দেশের ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।