ভারতের কাছে জেতা ম্যাচ হারল বাংলাদেশ
যুব বিশ্বকাপে ভারত বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এমন ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন আল ফাহাদ। এই পেসারের তোপে ভারত আগে ব্যাট করে ২৩৮ রানে গুটিয়ে গেছে। ফাহাদ মাত্র ৩৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এদিন শুরু থেকেই ভারতের ব্যাটারদের তোপের মুখে রেখেছেন ফাহাদ। সুযোগ ছিল দুশর আগেই ভারতে গুটিয়ে দেয়ার। তবে সেটা হয়নি ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও স্টাম্পিং মিসে।