ফাইনালের আগেই শতভাগ পারিশ্রমিক পেলেন শান্ত-মুশফিকরা

বিপিএল
রাজশাহী ওয়ারিয়র্স
রাজশাহী ওয়ারিয়র্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে বিপিএলের চলতি আসরের ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ২৩ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। বিপিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে নামার আগেই টুর্নামেন্টের পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিমরা।

বিপিএলের প্রায় প্রতি আসরেই ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পারিশ্রমিক না দেয়া বিপিএলের মালিকদের যেন নিত্যদের অভ্যাস। চলতি বিপিএলে এখনো পর্যন্ত সেভাবে পারিশ্রমিক নিয়ে বিতর্ক তৈরি হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী তিনটি ধাপে ক্রিকেটার, কোচিং ও সাাপোর্ট স্টাফকে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।

যেখানে টুর্নামেন্ট শুরুর আগেই প্রথম কিস্তিতে ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হবে। দলের লিগ পর্বের খেলা শেষ হওয়ার আগে দিতে হবে আরও ৫০ শতাংশ। তৃতীয় কিস্তিতে বাকি ২৫ শতাংশ দিতে হবে টুর্নামেন্ট শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে। রাজশাহী অবশ্য সেই নিয়ম মানার ক্ষেত্রে অনেকটা এগিয়ে। জানা গেছে, বিপিএলের ফাইনাল খেলতে নামার আগের দিনই সবার শতভাগ পারিশ্রমিক বুঝিয়ে দেয়া হয়েছে।

শতভাগ পারিশ্রমিক বুঝে পাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাজশাহীর ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘ফাইনালের আগেই আমরা ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফসহ যারা আছেন তাদের শতভাগ পারিশ্রমিক দিয়েছি। আমাদের চাওয়া ক্রিকেটাররা সতেজ থেকে ফাইনালে নিজেদের সবটা উজাড় করে দিক।’

বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টের নক আউট পর্ব শুরুর আগেই নিয়ম মেনে ক্রিকেটার, কোচিং সাপোর্ট স্টাফদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে সিলেট। একই পথে হেঁটেছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও। গুঞ্জন আছে বিপিএল থেকে ছিটকে যাওয়া ঢাকা ও নোয়াখালী চেক দিলেও তাদের একাউন্টে টাকা নেই। বিপিএলের মালিকানায় থাকা চট্টগ্রামের ক্রিকেটাররা এখনো পর্যন্ত ৫০ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন। রংপুর রাইডার্সকে নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: