২১ জানুয়ারির ডেডলাইন অস্বীকার করল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন আমজাদ হোসেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান নিশ্চিত করেছেন, আইসিসির পক্ষ থেকে এমন কোনো সময় বেঁধে দেয়া হয়নি।