শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের আগেও বাংলাদেশ দলের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কাটেনি। তাই ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনেও উঠে এসেছে বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গ। চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী জানিয়েছেন, সরকার ও বিসিবির সিদ্ধান্তই মেনে চলা উচিত ক্রিকেটারদের।
তিনি বলেন, 'দেখুন— ক্রিকেটার হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। তবে এটা পুরো বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে আসলে... ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়।’
চলতি মাসের শুরুতেই নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। এরপর একাধিক আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি। আইসিসি বুধবার ভার্চুয়াল সভায় জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে বাংলাদেশকে।
তারা বাংলাদেশের সামনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। বাংলাদেশ এই সময়ের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানাবে আইসিসিকে। বৃহস্পতিবার বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
এ প্রসঙ্গে মেহেদী যোগ করেন, ‘না এরকম কিছু কথা এখনও হয়নি। শুধু প্রত্যেকটা ক্রিকেটার, যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে প্রত্যেককে মনে হয় সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে, মিটিংয়ের জন্য। তবে ওখানেই গেলে আসলে বোঝা যাবে আসলে রহস্যটা কী।’