মুস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হতেন না তাসকিন
আইপিএলে কয়েক মৌসুম খেলেছেন, পারফর্মও করেছেন—তবুও মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে কখনই তিন কোটি রুপি দিয়ে কেনেনি কোন ফ্র্যাঞ্চাইজি। সেই মুস্তাফিজই আগামী আসরের জন্য বিক্রি হয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপি। বাংলাদেশের তারকা পেসারকে খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তাসকিন আহমেদ মনে করেন, মুস্তাফিজের দাম ৯ কোটির জায়গায় ১৮ কোটি হলেও অবাক হওয়ার কিছু ছিল না।