ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিসিবি নিজেই নিয়ম মানেনি

বিপিএল
চট্টগ্রাম রয়্যালস
চট্টগ্রাম রয়্যালস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, দলের লিগ পর্বের শেষ ম্যাচের আগে ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের মাত্র ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নিজেদের করা নিয়মই মানেনি বিসিবি।

আগামী পাঁচ বছরের জন্য চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গেল সার্ভিসেস। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় টুর্নামেন্ট শুরুর আগে মালিকানা ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। বিপিএল চালিয়ে নিতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের দায়িত্ব নেয় বিসিবি। হুট করে মালিকানা নিলেও শরিফুল ইসলাম, মেহেদীদের পারফরম্যান্সে ফাইনালে উঠেছে তারা।

টুর্নামেন্টের ফাইনালে উঠলেও এখনো নির্ধারিত পরিমাণে পারিশ্রমিক পাননি ক্রিকেটাররা। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, তিন ধাপে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে হয়। যেখানে চুক্তি স্বাক্ষরের সময় অর্থাৎ বিপিএল শুরুর আগে ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হয়। দ্বিতীয় কিস্তিতে ৫০ শতাংশ দিতে হয় দলের লিগ পর্বের শেষ ম্যাচের আগে। তৃতীয় কিস্তির ২৫ শতাংশ দিতে হয় টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে।

অর্থাৎ নিয়ম অনুযায়ী, নক আউট পর্বের আগেই চট্টগ্রামের ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা এখনো পর্যন্ত ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদী। চট্টগ্রামের অধিনায়ক জানান, একটু দেরিতে হলেও বোর্ডের টাকা মিস হওয়ার সুযোগ নেই। জানা গেছে, বাকি পারিশ্রমিকও খুব দ্রুতই দিয়ে দেয়া হবে।

মেহেদী বলেন, ‘আমার মনে হয় ৫০ শতাংশ সবাই ইতোমধ্যে পেয়ে গেছি। বোর্ডের টাকা নিয়ে আমাদের কারও চিন্তা নেই। কারণ যদি একটু দেরিও হয় বোর্ডের টাকা তো মিস হওয়ার সুযোগ নেই। টাকা পয়সা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড় চিন্তা করতেছে।’

এখনো পর্যন্ত বেশিরভাগ দলের ক্রিকেটাররা বড় জয়ের পর বোনাস পেয়েছেন। সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠায় ২৫ লাখ টাকা বোনাস পেয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সদস্যরা। এর আগেও বেশ কয়েকবার বোনাস পেয়েছেন তারা। মেহেদী নিশ্চিত করেছেন, তারাও বোনাস পেয়েছেন। পাশাপাশি ফাইনাল জিতলে যাতে বোনাস দেয়া হয় এটা নিয়ে আলোচনা করেছেন চট্টগ্রামের অধিনায়ক।

মেহেদী বলেন, ‘ইতোমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি বিষয়টা (চ্যাম্পিয়ন হলে বোনাস) নিয়ে। হয়তবা তারা এখন চিন্তা করবে। ফাইনাল যদি ইনশাআল্লাহ জিততে পারি অবশ্যই আমরা যেটা চেয়েছি তারা হয়ত সেটা ফুলফুল করতে পারবে।’

আরো পড়ুন: