এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে একটি পরিবর্তন এনেছে সিলেটে। যেখানে তৌফিক খান তুষারের জায়গায় সুযোগ পেয়েছেন জাকির হাসান। এদিকে একাদশে ৪টি পরিবর্তন এনেছে রাজশাহী। চট্টগ্রামের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন রিপন মণ্ডল, রায়ান বার্ল, আকবর আলী ও হাসান মুরাদ। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন কেন উইলিয়ামসন, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব হোসেন ও মোহাম্মদ রুবেল।
সিলেট টাইটান্স— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, স্যাম বিলিংস, আফিফ হোসেন ধ্রুব, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
রাজশাহী ওয়ারিয়র্স— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এসএম মেহেরব, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান সাকিব, আব্দুল গাফফার সাকলাইন, সাহিবজাদা ফারহান, কেন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দো এবং জিমি নিশাম।