ফিক্সিং করা হয়েছে সিলেটের ম্যাচে দাবি উপদেষ্টার

বিপিএল
সিলেট টাইটান্স
সিলেট টাইটান্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছে সিলেট টাইটান্স। এই হারের পর ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। নিজের ফেসবুকে এই ভিডিওতে তিনি এই তথ্য দিয়েছেন। তিনি এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো-

আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্য এসেছে, ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। ​সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে।

এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হারটা ছিল পুরা একটা বেইমানির সাথে হার। যারা ম্যাচটা দেখেছেন আমি আপনাদেরকে আবারও বলব, আপনারা অনেকেই বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি।

—এই হারটা আমাদের হার ছিল না, এই হারটা হচ্ছে কমপ্লিটলি কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল, একটা বেইমানি করা হয়েছে সিলেটের সাথে। তবে মানুষটা ভুল করে ফেলছে। সে ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে। সে আমাদের সিলেটের আবেগের সাথে হাত দিয়ে ফেলেছে। এই বিপিএল-টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম।

আরো পড়ুন: