বিশ্বকাপের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা
হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও ফাইনালে ওঠার লড়াইয়ে পেরে উঠতে পারেননি আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের যুবাদের। যদিও যুব বিশ্বকাপে শিরোপা জেতার স্বপ্ন নিয়েই খেলতে যাচ্ছেন তারা।