ডাবল সেঞ্চুরি করতে না পারায় হতাশ জয়
টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংসটা দ্বিতীয় দিনের শেষ বিকেলেই খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। সাউথ আফ্রিকায় পাওয়া সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া ডানহাতি ব্যাটারের সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার। ১৬৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করে অবশ্য ১৭১ রানে থামতে হয়েছে তাকে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে তাই পুড়তে হচ্ছে জয়কে। সিলেট টেস্টে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে থাকলেও নিজের ডাবল সেঞ্চুরি না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করলেন ডানহাতি এই ওপেনার।