বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, চুপ বিসিসিআই সভাপতি
নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি আসিফ নজরুল আক্ষেপ করেই বলছিলেন, বিসিসিআই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার শুরু থেকেই একদম নীরব দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ! সেই প্রশ্নেও চুপ থাকলেন মিঠুন মানহাস। বাংলাদেশের প্রসঙ্গে করা কোন প্রশ্নের উত্তরই দেননি বিসিসিআই সভাপতি।