মিটিং শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আইসিসি উল্টো ২০ কোটি দর্শক হারাবে। তারা আশাবাদী ছিলেন আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিয়ে টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবে। তবে এমনটা হয়নি। বিসিবি সর্বস্ব দিয়ে লড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে সেখানে আইসিসি এরকম প্রায় ২০ কোটি লোকের খেলা দেখার বা খেলার যে একটা স্পৃহা—আমরা বিশ্বাস করতাম এই কয়দিন আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরও আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব।'
ক্রিকেট বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে আইসিসি। সেই অনুযায়ী এবারের বিশ্বকাপ হচ্ছে ২০ দলের। তবে বাংলাদেশের মতো দেশ যদি বিশ্ব আসরে না খেলে তাহলে আয়োজকরাই ক্ষতিগ্রস্থ হবে বলে দাবি বুলবুলের। বিশেষ করে ভারত যেখানে অলিম্পিক আয়োজন করতে চাইছে, কমনওয়েলথ গেমস আয়োজন করতে চাইছে এমন অবস্থায় বাংলাদেশের না খেলা ভারতের জন্য বড় ধাক্কা মনে করছেন তিনি।
তিনি যোগ করেন, 'আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা কমে যাচ্ছে। সেখানে বাংলাদেশের মতো একটা দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট ভালোবাসা দেশ যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে ২০২৮ সালে।'
তিনি আরও যোগ করেন, 'এরপর ২০৩২ সালে ব্রিসবেন আয়োজন করছে, ২০৩৬ সালের জন্য ভারত অলিম্পিক বিড করেছে, কমনওয়েলথ গেমসের জন্য বিড করেছে। সেখানে যদি এরকম একটা হনবহুল ক্রিকেট পছন্দ করা দেশ না যায় তাহলে মনে হচ্ছে স্বাগতিক দেশের জন্য এটা ব্যর্থতা।'