আমি চাই পরবর্তী জেনারেশন আমাকেও ছাড়িয়ে যাক: তাইজুল
মোহাম্মদ রফিককে ছাড়িয়ে যাওয়ার পর টেস্ট ক্রিকেটে লম্বা সময় বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব আল হাসান। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাকিবের চেয়ে একটু পিছিয়ে ছিলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবকে ছুঁয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেছেন সাকিবকে। হয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফলতম টেস্ট বোলার।