বিগ ব্যাশ শেষ আফ্রিদির
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকার কথা ছিল ট্রায়াঙ্গল সার্ভিসেসের। তবে আর্থিক সঙ্কটের কথা জানিয়ে টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেয় তারা। লিগ চালিয়ে নিতে এক প্রকার বাধ্য হয়েই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিত্রটা একই রকম না হলেও বিসিবির দেখানো পথেই হাঁটতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে জীবনের এই কঠিন সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। এবারের বিপিএলে প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো কেড়েছেন ইমাদ।
চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলের গত আসরে খেলেছিলেন খাওয়াজা নাফে। এরপরই পাকিস্তানের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এবারের বিপিএলে পাকিস্তানের এই ব্যাটার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে অবশ্য দলটির হয়ে গ্লোবার সুপার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে বিপিএলে খেলা সাত ক্রিকেটারকে রাখা হয়েছে। ডাম্বুলায় ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই পারিশ্রমিক নিয়ে বিতর্ক হয়। প্রতিবারই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের প্রাপ্য অর্থ দিতে ব্যর্থ হয়। যদিও কয়েক আসর বিপিএলে খেলে পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা হয়নি খুশদিল শাহের। প্রতিবারই পারিশ্রমিক পেয়েছেন তিনি, পেয়েছেন বোনাসও!
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাকিস্তান। এরপর ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছিলেন পাকিস্তান যুব দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। এবার জানা গেছে আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান।
দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে উড়িয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে সামির মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের ইনিংসে ভর করে ৩৪৭ রানের বিশাল পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে গেছে ভারত। ফলে ১৯২ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ গতির বলের মালিক শোয়েব আখতার। এরপর তার কাছাকাছি গিয়েছেন অনেকেই। এক সময় মনে হয়েছে শন টেইট বা ব্রেট লিরা ভেঙে দিতে পারবেন শোয়েবের রেকর্ড। তবে তা হয়নি। শোয়েবের করা সর্বোচ্চ গতির বলের রেকর্ড এখনও বহাত তবিয়তে টিকে আছে।
কদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম শেষ হতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ক্রিকেটারের নিবন্ধন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসর দিয়ে শুরু হচ্ছে ৮ দলের পিএসএল।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি ফাইনালে পাকিস্তানের কাছে ব্যাটে বলে পাত্তাই পায়নি বাংলাদেশের যুবারা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে নির্ধারিত ২৭ ওভারে ১২১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৭ ওভারের মধ্যেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২৬ সালের আগষ্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। লিডস, লর্ডস এবং বার্মিংহামে তিনটি টেস্ট খেলবেন শান মাসুদ, শাহীন শাহ আফ্রিদি, বাবর আজমরা। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে তাদের। আজিম বাসারাথ নিশ্চিত করেছেন, আগামী বছরের জুলাই-আগষ্টে দুইটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান।