ফাইনালে এক টিকিটের দাম দেড় লাখের বেশি
জেমিমা রদ্রিগসের ১৩৪ বলে ১৪ চারে ক্যারিয়ারসেরা ১২৭ রানের ইনিংস খেলে মেয়েদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে ভারত। সেমিফাইনালে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া নারী দলকে উড়িয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। নারী বিশ্বকাপে এখনো শিরোপা জিততে পারেনি ভারতের মেয়েরা। একই চিত্র সাউথ আফ্রিকার ক্ষেত্রেও।