২৪ ঘণ্টার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ, বিশ্বাস আকাশ চোপড়ার
নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তন করবে না আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবুও সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে আইসিসি। আকাশ চোপড়া মনে করেন, ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ।