
বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোন
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর। এদিন সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও ১৪জন কাউন্সিলর।