বিপিএলে খেলার এনওসি পেলেন ১০ পাকিস্তানি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১০ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার অনুমতি দিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১০ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার অনুমতি দিয়েছে।
বাবর আজমের সঙ্গে বৈরি সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমান আলী আঘা। পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের ওপর বাবর আজমের প্রভাবও তুলে ধরেছেন দলটির অধিনায়ক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেও আশাবাদী তিনি।
বামহাতি পেসারদের মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মিচেল স্টার্ক। ব্রিসবেনের গাব্বায় ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বল টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে হ্যারি ব্রুক, বেন ডাকেট ও অলি পোপকে আউট করে তিনি এ সাফল্য অর্জন করেন। প্রথম দুই সেশনে তিন উইকেট নিয়ে স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে আরেকবার সামনে থেকে নেতৃত্ব অস্ট্রেলিয়ার এই পেসার।
বিপিএলের আগামী আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানের। জাতীয় দলের বাইরে থাকা আরও বেশ কয়েক জন ক্রিকেটার দল পেয়েছেন বিপিএলে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের পুরো বিপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের সিরিজ থাকায় ১২ জানুয়ারি পর্যন্ত তাদের এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
পাকিস্তানের অধিনায়ক ইমান নাসিরের সঙ্গে কমল খান, জোফিশান আয়াজ ও শাহার বানুর উইকেট নিয়েছিলেন জারিন তাসনিম লাবণ্য। ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৮৮ রানে আটকে দেয়ার কাজটা ভালোভাবেই করেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। জারিনের ওমন বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় ৭৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৩ রানের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু স্বাগতিকদের।
আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। তবে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে। এই বিশ্ব আসরকে সামনে রেখে বিশ্বকাপের আগে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে শক্তিশালী দল তৈরি করেছে ঢাকা ক্যাপিটালস। তারা নিলামের আগেই সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে অ্যালেক্স হেলস ও উসমান খানকে ভিড়িয়েছে তারা।
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। সোমবার নিজেই সেই ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী মঈন জানিয়েছেন, পিএসএলে যোগ দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। মঈনের ধারণা পিএসএল এরই মধ্যে নিজেদের ভালো অবস্থান তৈরি করেছে ফ্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়।
একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত খেলতেন মোহাম্মদ আমির। তবে গত দুই আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। তবে বিপিএলের আগামী মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন করেছে তিনটি দল। আগামী আরও দশ বছরের জন্য পিএসএলে থাকার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসির অন্য সব টুর্নামেন্টের মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।