কমফোর্ট জোনে থাকায় ‘খুশি’ চট্টগ্রামের ক্রিকেটাররা
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ দিয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপিএল শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে ২৫ ডিসেম্বর দুপুরে অনুশীলন করার কথা ছিল নাইম শেখ, শরিফুল ইসলামদের। আর্থিক সঙ্কট কারণে বিপিএল শুরুর আগের দিন সকালে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি মালিকানা নেয়ায় খুশি চট্টগ্রামের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।