তিনি অন্য দলগুলোর চেয়ে রংপুরকেই সবচেয়ে এগিয়ে রাখছেন। অন্যদিকে শেষ মুহূর্তে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। টুর্নামেন্ট শুরুর একদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেয় বিসিবি। স্বাভাবিকভাবেই দল গোছাতে একদমই সময় পায়নি দেশের ক্রিকেট বোর্ড। সেটা নিয়ে আক্ষেপ করার পাশাপাশি দ্রুতই গুছিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন বাবুল।
চট্টগ্রামের প্রধান কোচ বলেন, 'একটা দল তৈরি করতে অন্তত ৬ থেকে ৭ মাস সময় লাগে। যারা নাকি নতুন এসেছে তাদের সেই সময়টা ছিল না দল বানানোর জন্য। রংপুর তো আগে থেকেই দল তৈরি করা ছিল। বরিশাল এই বছর খেলছে না। বরিশালের যে খেলোয়াড়রা ছিল তারা তাদের নিতে পেরেছে।'
রংপুরের প্রশংসা করে বাবুল সংবাদ সম্মেলনে বলেছেন, 'পুরো টুর্নামেন্টের দিকে তাকালে—যতগুলো দল আছে, কাগজে-কলমে রংপুরই খাতা কলমে সেরা দল। বাংলাদেশের সবচেয়ে ভালো খেলোয়াড়দের বড় একটা অংশ তাদের দলে আছে। পাশাপাশি তাদের বিদেশি খেলোয়াড়রাও অনেক ভালো। অবশ্যই রংপুর ভালো দল।'
চট্টগ্রাম এদিন বিধ্বস্ত হয়েছে ফাহিম আশরাফের পেস তোপে। এই পাকিস্তানি পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই চট্টগ্রাম গুটিয়ে গেছে ১০২ রানে। এরপর লিটন দাস ও ডেভিড মালানের দুর্ন্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি রংপুরকে। রংপুরের চেয়ে চট্টগ্রাম কোথায় পিছিয়ে সেটাও মনে করিয়ে দিয়েছেন বাবুল।
আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারের যোগ দেয়ার কথা রয়েছে চট্টগ্রামের সঙ্গে। সেই খবর জানিয়ে বাবুল বলেন, 'পরবর্তী ম্যাচে আমরা আসিফ আলীকে পাচ্ছি পাকিস্তানি খেলোয়াড়। আর আজকে রসিংস্টোন খেলেছে। কালকে আমরা তার সাথে কথা বলেছি কালকেই আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য এবং সে সকালে সাড়ে ১০টায় এসে নেমেছে এবং ম্যাচ খেলেছে।'