সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে গিয়ে জিতল চট্টগ্রাম

বিপিএল
চট্টগ্রাম রয়্যালস, বিসিবি
চট্টগ্রাম রয়্যালস, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে জিততে চট্টগ্রাম রয়্যালস প্রয়োজন ১০ রান। হাতে দুই উইকেট। লম্বা সময়ে উইকেটে থাকা হাসান নওয়াজ অবশ্য সেই ওভারে একটি চার ও দুটি ডাবল হাঁকান, তবুও ম্যাচ চলে যায় এক বলে দুই রানের সমিকরণে। শেষ পর্যন্ত তার ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে দুই উইকেটে জিতে চট্টগ্রাম।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকা করল চট্টগ্রাম। সাত ম্যাচে এখন পাঁচটি জয় তাদের। অপরদিকে ছয় ম্যাচে চার জয় নিয়ে তালিকার চারে আছে রাজশাহী। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে দ্রুত ২৪ রান তুললেও এরপরই বিপদে পড়ে চট্টগ্রাম। ১৫ বলে ১৭ রান করা অ্যাডাম রসিংটনকে বিদায় করেন এস এম মেহরব। তারপর দলীয় ২৮ রানে আরো তিনটি উইকেট হারায় চট্টগ্রাম।

তিন বলে চার রান করা মাহমুদুল হাসান জয়কে কট এন্ড বোল্ড করে ফেরান মেহরব। তারপরের ওভারেই সাত বলে সাত রান করা নাইম শেখকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বিনুরা ফার্নান্দো। ওভারের দ্বিতীয় বলেই সাদমান ইসলামকে ইনসাইড এজে বোল্ড করেন বিনুরা। তারপর ৪০ রানের জুটি গড়েন শেখ মেহেদী এবং হাসান নওয়াজ। ২৫ বলে ২৮ রান করা মেহেদীকে বোল্ড করে এই জুটি ভাঙেন সন্দীপ লামিচানে। তারপর ৩৫ রানের জুটি গড়েন হাসান এবং আসিফ আলী।

এই জুটি ভাঙেন বিনুরা। লঙ্কান পেসার এবার ফেরান ২৫ বলে ২৭ রান করা আসিফ আলীকে। যখন ১৩ বলে ১৩ রান লাগে তখন আট রান করা আমের জামালকে ফেরান রিপন মন্ডল। তানজিম হাসান সাকিবের বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন আবু হায়দার রনি (১)। শেষ পর্যন্ত হাসানের দক্ষতায় ম্যাচ বের করে নেয় চট্টগ্রাম।

এর আগে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা। এ দিন ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন মুহাম্মদ ওয়াসিম এবং এস এম মেহরব। এ দিন শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে বিপিএলে খেলা চট্টগ্রাম।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। ২১ রানে ভাঙে দলটির ওপেনিং জুটি। আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান ওয়াসিম ১৪ বলে দ্রুত ১৯ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন। তারপর ১০ বলে সাত রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান হাসান নওয়াজ। ১২ বলে পাঁচ রান করা তানজিদ হাসানকে ফেরান আমের জামাল।

৪৭ রানে তৃতীয় উইকেট হারানো দলটি একশ রানের আগে আরো তিন উইকেট হারায় রাজশাহী। মুশফিকুর রহিম ১২ বলে ১৫, রায়ান বার্ল ১০ বলে ১১ এবং এস এম মেহরব ১৯ বলে ১৯ রানে বিদায় নেন। শেষদিকে ১৪ বলে অপরাজিত ১৪ রান করেন তানজিম হাসান সাকিব। চট্টগ্রামের হয়ে ২২ রান খরচায় তিন উইকেট নেন জামাল। ২৬ রানে দুটি উইকেট নেন জামাল। একটি করে উইকেট নেন শরিফুল, শেখ মেহেদী এবং নওয়াজ।

আরো পড়ুন: