চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর মামুলি সংগ্রহ

বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা। এ দিন ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন মুহাম্মদ ওয়াসিম এবং এস এম মেহরব।

এ দিন শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে বিপিএলে খেলা চট্টগ্রাম। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। ২১ রানে ভাঙে দলটির ওপেনিং জুটি।

আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান ওয়াসিম ১৪ বলে দ্রুত ১৯ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন। তারপর ১০ বলে সাত রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান হাসান নওয়াজ। ১২ বলে পাঁচ রান করা তানজিদ হাসানকে ফেরান আমের জামাল।

৪৭ রানে তৃতীয় উইকেট হারানো দলটি একশ রানের আগে আরো তিন উইকেট হারায় রাজশাহী। মুশফিকুর রহিম ১২ বলে ১৫, রায়ান বার্ল ১০ বলে ১১ এবং এস এম মেহরব ১৯ বলে ১৯ রানে বিদায় নেন।

শেষদিকে ১৪ বলে অপরাজিত ১৪ রান করেন তানজিম হাসান সাকিব। চট্টগ্রামের হয়ে ২২ রান খরচায় তিন উইকেট নেন জামাল। ২৬ রানে দুটি উইকেট নেন জামাল। একটি করে উইকেট নেন শরিফুল, শেখ মেহেদী এবং নওয়াজ।

আরো পড়ুন: