বিপিএল শুরুর আগেই সরে দাঁড়ালেন বাশার
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কাজে নিয়ে দেশি ক্রিকেটার হিসেবে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামের সঙ্গে আগেই চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুজনের সঙ্গে একজন বিদেশি স্পিনারও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে যোগ দিয়েছেন হাবিবুল বাশার সুমন। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলটির সাফল্যের নেপথ্যে ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএলে ফরচুন বরিশাল অংশ নিলে হয়তো ফ্র্যাঞ্চাইজিটির ডাগ আউটে দেখা যেত তাকেই।