কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রান পাহাড়
দারুণ সব শটের পসরা সাজিয়ে আগের দিন বিকেলেই ডাবল সেঞ্চুরির পথটা সুগম করে রেখেছিলেন ডেভন কনওয়ে। দ্বিতীয় দিনের সকালে পথ না হারিয়ে ৩১৬ বলে ডাবল সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। জাস্টিন গ্রিভসের বলে আউট হওয়ার আগে প্রায় সাড়ে ৮ ঘণ্টার ব্যাটিংয়ে কনওয়ে খেলেছেন ২২৭ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি পেয়েছেন রাচিন রবীন্দ্র। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিংয়ের ব্যাটে বিনা উইকেটে ১১০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো কিউইদের চেয়ে ৪৬৫ রানে পিছিয়ে সফরকারীরা।