ইমন ও মুস্তাফিজ থাকলে আরও লড়াই করতো বাংলাদেশ, দাবি রমিজের
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম পারফর্মার ছিলেন মুস্তাফিজুর রহমান। মিরপুরের উইকেটে বাঁহাতি পেসার যা করে অভ্যস্ত প্রথম দুই ম্যাচে সেটাই করেছেন। ব্যাটিংয়ে বাংলাদেশের সিরিজ জয়ের কাজটা করেছেন পারভেজ হোসেন ইমন। একাদশে বাংলাদেশের পাঁচ পরিবর্তনের দুইটি ছিল ইমন ও মুস্তাফিজ। একগাদা পরিবর্তনে প্রত্যাশিত ফলাফলের সঙ্গে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। রমিজ রাজা মনে করেন, ইমন ও মুস্তাফিজ থাকলে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো বাংলাদেশ।