২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে করা শোয়েবের ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির রেকর্ড এখনও ইতিহাসের অংশ। বর্তমান সময়ে অনেক গতিময় পেসারই উঠে এসেছেন। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ঘুরে যাওয়া শোয়েবের চাওয়া তাসকিন সেই রেকর্ড ভাঙুক।
বর্তমানে আইএল টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তাসকিন। শোয়েবের এমন চাওয়া অনুপ্রাণিত করেছে তাকে। তবে এই রেকর্ড ভাঙা যে সহজ কিছু নয় সেটাও অকপটে স্বীকার করেছেন বাংলাদেশের এই পেসার।
ক্রিকফ্রেঞ্জিকে তাসকিন বলেন, 'এটা খুবই ভালো লাগার বিষয় যে শোয়েব আখতারের মত কিংবদন্তি আমাকে এটা বলেছে (রেকর্ড ভাঙা প্রসঙ্গে)। যদিও উনার রেকর্ড ভাঙা খুবই কঠিন। ১৬১.৩ কিঃমিঃ প্রতি ঘন্টায় বল করা অনেক বেশি কিছু।'
'শোয়েব আখতারকে ধন্যবাদ যে তিনি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে এসেছেন। উনার থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো। সেই অভিজ্ঞতাতে আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।'
বর্তমানে তাসকিনের মতো আইএল টি-টোয়েন্টি খেলছেন আরো দুজন ক্রিকেটার। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও খেলছেন এই টুর্নামেন্টে। ভবিষ্যতে এসব টুর্নামেন্টে আরো বাংলাদেশি চান তাসকিন।
তিনি বলেন, 'এখন আমরা ৩ জন বাংলাদেশি ক্রিকেটার খেলছি আইএলটি-২০ তে। চাইবো ভবিষ্যতে এই সংখ্যাটা আরো বাড়ুক, আরো খেলুক। কারণ টাফ কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং'
'বোলারদের জন্য এই কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। প্রতিটা মুহুর্ত থেকে শিখার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারি।'
পাশাপাশি আইপিএলে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকেও শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন। আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। তাসকিন বলেন, 'মুস্তাফিজের জন্য শুভকামনা। ওর ভালো কিছু করা মানে বাংলাদেশের ভালো কিছু করা।'