যুব বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

যুব বিশ্বকাপ
যুব বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১৯ ডিসেম্বর ফারহান ইউসুফের দলের প্রতিপক্ষ বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের বিপক্ষে মাঠে নামার আগে যুব বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলমান যুব এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি পেসার উমর জাইবকে। যুব বিশ্বকাপেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফারহান। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন উসমান খান। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

আগামী ১৫ জানুয়ারি নামিবিয়া ও জিম্বাবুয়েতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি। সেই টুর্নামেন্টের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে ২৭ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবেন ফারহানরা। প্রতিটি দল সবার বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে।

যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তানের ম্যানেজার ও মেন্টরের দায়িত্বে থাকবেন সরফরাজ আহমেদ। বোলিং কোচের দায়িত্বে রাও ইফতিখার, হেড কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন শহীদ আনোয়ার।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড— ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ এবং উমর জাইব।

নন-ট্রাভেলিং রিজার্ভ— আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিশাম আজহার এবং মোহাম্মদ হুজাইফা।

আরো পড়ুন: যুব বিশ্বকাপ