এক মাস জুড়ে চলবে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন

পিএসএল
পিএসএল
পিএসএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম শেষ হতেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ক্রিকেটারের নিবন্ধন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসর দিয়ে শুরু হচ্ছে ৮ দলের পিএসএল।

ফলে আগের চেয়ে অনেক বেশি বিদেশি ক্রিকেটার পিএসএলে খেলতে পারবেন। অনেক ক্রিকেটারই পিএসএলে খেলতে মুখিয়ে থাকেন। বিশেষ করে আইপিএলে না খেলা ক্রিকেটারদের বড় সুযোগ থাকে পিএসএলে।

১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি চলবে ক্রিকেটারদের নাম নিবন্ধন। সেখান থেকে যাচাই বাছাই করে ক্রিকেটারদের নাম প্রস্তুত করা হবে পিএসএলের ড্রাফটের জন্য।

২০১৬ সালে যাত্রা শুরু করে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। শুরুতে পাঁচ দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হলেও পরবর্তীতে একটি দল বাড়ানো হয়। পরিকল্পনার অংশ হিসেবে এবার অংশ নেবে ৮ দল।

৮ জানুয়ারি ইসলামাবাদে দুটি নতুন দলের নিলাম অনুষ্ঠিত হবে। সেখান থেকেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি বেছে নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোন কোন শহরের জন্য ফ্র্যাঞ্চাইজির আবেদন করা যাবে সেটাও চূড়ান্ত করেছে পিসিবি।

আরো পড়ুন: পিএসএল