তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক: শোয়েব আখতার

বিপিএল
তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক: শোয়েব আখতার
সংবাদ সম্মেলনে শোয়েব আখতার, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ গতির বলের মালিক শোয়েব আখতার। এরপর তার কাছাকাছি গিয়েছেন অনেকেই। এক সময় মনে হয়েছে শন টেইট বা ব্রেট লিরা ভেঙে দিতে পারবেন শোয়েবের রেকর্ড। তবে তা হয়নি। শোয়েবের করা সর্বোচ্চ গতির বলের রেকর্ড এখনও বহাত তবিয়তে টিকে আছে।

২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে করা শোয়েবের ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির রেকর্ড এখনও ইতিহাসের অংশ। বর্তমান সময়ে অনেক গতিময় পেসারই উঠে এসেছেন। পাকিস্তানের নাসিম শাহ, ভারতের উমরান মালিক, বাংলাদেশের তাসকিন আহমেদ, নাহিদ রানা। তবে শোয়েবের চাওয়া তাসকিন সেই রেকর্ড ভাঙুক।

শোয়েব ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাসকিনও খেলবেন শোয়েবের দল ঢাকা ক্যাপিটালসের হয়েই। এরই মধ্যে দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পৌঁছেছেন তিনি। সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন তাসকিন তার গতির রেকর্ড ভেঙে দিলে কোনো আপত্তি নেই। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’

তরুণ পেসারদের খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন শোয়েব। এরপর তিনি নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করেছেন তিনি। জানিয়েছেন বল করে ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের মাথায় আঘাত করেছেন। এমনকি তার পাঁজরের হাড়ও ভেঙে দিয়েছেন। তবে তিনিই তার প্রিয় খেলোয়াড়।

শোয়েব বলেন, ‘পেসারদের প্রতি আমার উপদেশ, নিজেকে উপভোগ কর। লম্বা চুল, শার্ট, লম্বা গোঁফ থাকে অনেকের। রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ কর। নিজেকে উপভোগ কর ও মানুষকে দেখিয়ে দাও। একই সঙ্গে তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে উইকেট নেওয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। তাঁর হেলমেটে আঘাত করেছি। পাঁজর ভেঙে দিয়েছি। খারাপ লেগেছে আমার।’

আরো পড়ুন: বিপিএল