এই সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। বর্তমানে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। একই দলের অলরাউন্ডার ফাহিম আশরাফও শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। দুজনই এবারের সিরিজের দলে আছেন। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা দুই পাকিস্তানি ক্রিকেটারকেও জাতীয় দলে যোগ দিতে বিপিএল ছাড়তে হবে।
উইকেটরক্ষক ব্যাটার উসমান খান ও পেসার সালমান মির্জাকেও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। পাশাপাশি সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলা ওপেনার সাইম আইয়ুবও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
অন্যদিকে, বিপিএলে খেলা ক্রিকেটারদের সুযোগ দিলেও বিগ ব্যাশ লিগে অংশ নেয়া বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে এই সিরিজের দলে রাখেনি পিসিবি।
তবে বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে বোর্ড। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকা এই অলরাউন্ডার সর্বশেষ জুনে পাকিস্তানের হয়ে খেলেছিলেন।
পাকিস্তান স্কোয়াড: সালমান আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।