২০২৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে সফরে যাচ্ছে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
২০২৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে সফরে যাচ্ছে পাকিস্তান
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২৬ সালের আগষ্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। লিডস, লর্ডস এবং বার্মিংহামে তিনটি টেস্ট খেলবেন শান মাসুদ, শাহীন শাহ আফ্রিদি, বাবর আজমরা। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে তাদের। আজিম বাসারাথ নিশ্চিত করেছেন, আগামী বছরের জুলাই-আগষ্টে দুইটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সহ-সভাপতি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো ক্রিকেট বোর্ডের (টিটিসিবি) সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। আজিমের দেয়া তথ্য মতে, ১৫ জুলাই থেকে শুরু হবে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর। যা শেষ হবে ৭ আগষ্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত সিরিজের প্রথম ম্যাচ হবে কুইন্স পার্ক ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। সিরিজ শুরুর আগে অবশ্য চারদিনের একটা প্রস্তুতি ম্যাচেও খেলবে তারা। ব্রায়ান লারা স্টেডিয়ামেই হবে প্রস্তুতি ম্যাচটি।

পাকিস্তান সিরিজ নিয়ে আজিম বলেন, ‘১৫ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত আমরা পাকিস্তানকে আতিথেয়তা দিব। ব্রায়ান লারা স্টেডিয়ামে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। প্রথম টেস্ট কুইন্স পার্ক ওভাল এবং দ্বিতীয় টেস্ট হবে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। আমি আনন্দিত যে তিন ফরম্যাটের ম্যাচ আয়োজনের জন্য বিএলসিএ আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেয়েছে।’

সিরিজ চূড়ান্ত হলেও এখনো সূচি প্রকাশ করা হয়নি। চলতি বছরের শুরুতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করেছে ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারিতে হওয়া দুই টেস্টের সিরিজ ড্র হয়েছে ১-১ এ। সবশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। সেই সিরিজটিও ১-১ এ ড্র হয়েছিল।

আরো পড়ুন: পাকিস্তান