পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন আজহার

পাকিস্তান ক্রিকেট
পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন আজহার
আজহার মাহমুদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান ক্রিকেটে কোচিং পদে পরিবর্তন নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন আজহার মাহমুদ। ২০২৬ সালের মার্চ পর্যন্ত চুক্তি থাকলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার দায়িত্বকাল আগেভাগেই শেষ করা হয়েছে।

আগামী বছরের মার্চ–এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের আগে পর্যন্ত পাকিস্তান টেস্ট দলের কোনো ম্যাচ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ বিরতির কারণে এখনই কোচিং কাঠামোয় এই পরিবর্তন আনাই যুক্তিযুক্ত মনে করা হয়েছে।

২০২১ সালের পর থেকে পাকিস্তান টেস্ট দলে এটি সপ্তম হেড কোচ পরিবর্তন। ফলে নতুন করে আরেকজন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করবে পিসিবি, যা হবে এই সময়ের মধ্যে অষ্টম কোচ নিয়োগের উদ্যোগ। এই সময়টাতে কোচিং কাঠামোও একাধিকবার বদলেছে, কখনো টিম ডিরেক্টর, কখনো আলাদা কোচিং সেটআপ দেখা গেছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে আজহার মাহমুদ সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান। সাদা বলের দলে তিনি কাজ করছিলেন গ্যারি কার্স্টেনের সঙ্গে এবং টেস্ট দলে ছিলেন জেসন গিলেস্পির কোচিং স্টাফে। একই সময়ে তিনি অন্তর্বর্তীকালীনভাবে একটি সাদা বলের সিরিজও তদারকি করেন।

ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে আজহার মাহমুদ মাত্র একটি টেস্ট সিরিজে দায়িত্ব পালন করেন। সেই সিরিজে ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার বিপক্ষে ১–১ ড্র করে পাকিস্তান, যা সামগ্রিকভাবে ইতিবাচক ফল হিসেবেই ধরা হয়।

পাকিস্তান দলের সঙ্গে এটি ছিল আজহার মাহমুদের দ্বিতীয় দফা কাজ। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মিকি আর্থারের অধীনে বোলিং কোচ ছিলেন। বর্তমানে তিনি আইএলটি২০ লিগে ডেজার্ট ভাইপার্সের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন: আজহার মাহমুদ