বিপিএলে পুরো পারিশ্রমিক পেয়েছি, বোনাসও পেয়েছি: খুশদিল

বিপিএল
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খুশদিল শাহ, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খুশদিল শাহ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই পারিশ্রমিক নিয়ে বিতর্ক হয়। প্রতিবারই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের প্রাপ্য অর্থ দিতে ব্যর্থ হয়। যদিও কয়েক আসর বিপিএলে খেলে পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা হয়নি খুশদিল শাহের। প্রতিবারই পারিশ্রমিক পেয়েছেন তিনি, পেয়েছেন বোনাসও!

গতবারও দুর্বার রাজশাহী নামক ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের বেতন দিতে পারেনি। এ নিয়ে গতবার পুরো আসরেই বিতর্কের মাঝ দিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটির। সেই দলে খেলা ক্রিকেটাররা টুর্নামেন্ট চলাকালে অনুশীলনও বর্জন করে।

পরে তাদের বুঝিয়ে শুনিয়ে চেক দিয়ে অনুশীলনে ফেরানো হয়। যদিও চেক বাউন্সের মতো ঘটনাও ঘটেছিল সেবার। এবার অবশ্য বিপিএলে নেই দুর্বার রাজশাহী নামক সেই ফ্র্যাঞ্চাইজি। যদিও অনিয়ম অবশ্য পিছু ছাড়ে না বিপিএলের।

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। এখন পর্যন্ত অবশ্য বড় রকমের কোনো অনিয়ম দেখা যায়নি বিপিএলের। চারদিকে যখন স্বস্তির সুবাতাস, তখনই বিপিএল নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন খুশদিল।

রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার বলেন, 'আমি তো ৪-৫ বছর ধরে বিপিএল আর একবার ঢাকা লিগ খেলতে এসেছি। আলহামদুলিল্লাহ যখনই এসেছি পুরো পেমেন্ট পেয়েছি, এমনকি বোনাসও পেয়েছি (হাসি)।'

রংপুরের হয়ে এবার মাঠেও আলোড়ন ছড়াতে চান খুশদিল। এক্ষেত্রে ব্যাটিং পজিশন নিয়ে এখনই ভাবছেন না পাকিস্তানের এই অলরাউন্ডার। যে পজিশনেই ব্যাটিংয়ের সুযোগ আসে সেখানেই রাঙাতে চান তিনি।

খুশদিল আরো বলেন, 'আমি যখনই এখানে এসেছি, আল্লাহর শুকরিয়া যে পারফর্ম করেছি। যে দলের হয়েই খেলি না কেন, পারফর্ম করেছি। আর এটা আমার জন্য অবশ্যই ভাগ্যের ব্যাপার কারণ গত বছরও ভালো পারফর্ম করায় পাকিস্তান জাতীয় দলে আমার কামব্যাক (ফিরে আসা) হয়েছে। ইনশাআল্লাহ আমার এটাই চেষ্টা থাকবে যে এ বছরও ভালো পারফর্ম করি এবং নিজের দলকে জেতাই।

'বাংলাদেশ তো গত ৮-৯ বছর ধরে আসছি। খুব ভালো লাগছে। ভালো না লাগলে তো আসতাম না। আমি যেখানেই যাই, আমার নিজের একটা লক্ষ্য থাকে। যেহেতু আমার ব্যাটিং পজিশনটা একটু ভিন্ন (মাঝেমধ্যে নিচে নামতে হয়), তাই আমার চেষ্টা থাকে যে পজিশনেই খেলি না কেন যত দ্রুত সম্ভব দলের সাথে মানিয়ে নেয়া এবং সেভাবে এগিয়ে যাওয়া।'

আরো পড়ুন: