শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১ টায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার কথা ছিল আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরারদের। প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এখনো টস হয়নি।
কয়েক দফায় বৃষ্টি থামলেও ম্যাচ খেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জানা গেছে, সর্বনিম্ন ২০ ওভারে খেলতে হলে বাংলাদেশ সময় বিকেল ৪ টার মধ্যে খেলা শুরু করতে হবে। সেটা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। একই ঘটনা ভারত ও শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচেরও।