বিসিবির চেষ্টায় বিশেষ বিমানে রাতেই দুবাই যাচ্ছেন রিশাদ-নাহিদ
ভারত ও পাকিস্তানের সংঘাতের ফলে ভয়টা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদের বোর্ডের চেষ্টায় বিশেষ বিমানে রাতে দুবাই নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ ও নাহিদকে।