বাংলাদেশকে উসকানি দিচ্ছে পাকিস্তান, দাবি মদন লালের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ দল ও মদন লাল
বাংলাদেশ দল ও মদন লাল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসির দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না টাইগাররা। বাংলাদেশের এমন সিদ্ধান্তের পর ভারতীয় বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর মধ্যে রয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল।

তার দাবি, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে উসকানি দিয়েছে পাকিস্তান। ভারত টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, এই সিদ্ধান্তে ভারতের কোনো ক্ষতি হবে না, বরং বড় ধরনের আর্থিক ও ক্রীড়াগত ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই। তার ভাষায়, এত বড় একটি টুর্নামেন্টে না খেললে বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, 'আমার মনে হয় এটা একেবারেই বোকামি সিদ্ধান্ত। আমি এটা বলতে পারি, কারণ ভারত এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। বরং বাংলাদেশই সবকিছু হারাবে। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এত বড় একটি টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশের জন্য তা হবে বড় ধরনের ক্ষতি।'

তিনি ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও মন্তব্য করেছেন। মুম্বাইয়ের মতো শহরকে বিশ্বের অন্যতম নিরাপদ স্থান উল্লেখ করে বলেন, সেখানে খেলা হলে কোনো ঝুঁকি নেই। তাঁর মতে, পুরো বিষয়টিই রাজনীতিকেন্দ্রিক, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

মদন লাল যোগ করেন, 'আমার মনে হচ্ছে, পাকিস্তানই বাংলাদেশকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করার জন্য প্ররোচিত করছে। তারা শুধুই চাচ্ছে ভারতের মর্যাদা নষ্ট করতে। এতে ভারতীয় বোর্ড বা ভারতের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমার মনে হয়, পুরো বিষয়টাই রাজনীতির। পাকিস্তান ও বাংলাদেশ এখানে খুব শক্তভাবে নিজেদের ভূমিকা রাখছে, কারণ তারা ভারতকে দুর্বল দেখাতে চায়। সেটাই আসল ব্যাপার।'

এই ঘটনার সূত্রপাত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের সিদ্ধান্তের কারণে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তের পর। একাধিকবার আইসিসিকে মেইল করে বিসিবি জানিয়েছে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার কথা। এদিকে গুঞ্জন আছে বাংলাদেশ আইসিসির কাছ থেকে প্রত্যাশিত সিদ্ধান্ত না পেলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান।

আরো পড়ুন: