বিসিবির নতুন টুর্নামেন্ট সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাসখানেক পেরিয়ে গেলেও সেই টুর্নামেন্ট আলোর মুখে দেখেনি। ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২৭ জানুয়ারি পর্দা উঠবে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ। টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। ২৯ ম্যাচের টুর্নামেন্টে দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় এবং অগ্রণী নামে মোট ৮টি দল অংশ গ্রহণ করবে। প্রতিটি দলের স্কোয়াডে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। পাশাপাশি একজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। এ ছাড়া একজন ম্যানেজার, হেড কোচ, সহকারী কোচ, একজন ফিজিওথেরাপিস্ট ও একজন টিম বয় থাকবেন।

ছয়টি ভেন্যুতে হবে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) এক ও দুই নম্বর গ্রাউন্ডের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন ও চার নম্বর ভেন্যুতে খেলা হবে। এ ছাড়া পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) এবং ৩০০ ফিটের ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডেও ম্যাচ রাখা হয়েছে। প্রতিদিন চারটি করে ম্যাচ রাখা হয়েছে।

সিসিডিএম ভিত্তিক বয়সভিত্তিক দলের নির্বাচকরা খেলোয়াড়দের গ্রেড নির্ধারণ করবেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমের প্রাধান্য পাবে। মোট চারটি ক্যাটাগরি করা হবে। যেখানে ‘এ+’ এর সঙ্গে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হবে। ক্যাটাগরি অনুসারে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি দেয়া হবে। টুর্নামেন্টটি সিঙ্গেল লিগ সিস্টেমে অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল ফাইনাল খেলবে।

টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ার‌ম্যানের দায়িত্বে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সহ-সভাপতির দায়িত্বে আছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন এবং মেম্বার সেক্রেটারি ফাইয়াজুর রহমান। এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে ইশতিয়াক সাদিক, আহসান ইকবাল চৌধুরি এবং আমজাদ হোসেন। ক্রিকেটারদের পারিশ্রমিক, খাবার, ট্রান্সপোর্ট, ম্যাচ অপারেশন্স, লজিস্টিকস এবং সব ধরনের সুযোগ-সুবিধা বিসিবি সরবরাহ করবে।