জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড
ঢাকা টেস্টের নাটাই যেন শুরু থেকেই বাংলাদেশের হাতে। সিলেটের পর মিরপুর টেস্টেও শুরু থেকে নিজেদের দাপট অব্যাহত রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। আইরিশদের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়ে চতুর্থ দিন শেষে তাদের ছয় উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। শেষদিন হোয়াইটওয়াশ এড়াতে আইরিশদের জয়ের জন্য প্রয়োজন আরও ৩৩৩ রান। বাংলাদেশের দরকার চার উইকেট। ৫০৯ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে করেছে ছয় উইকেটে ১৭৬ রান।