নক আউট ফাইনালের আগে দুসংবাদ পেলেন রিশাদরা
ব্রিসবেন হিটের বিপক্ষে জিততে না পারা ম্যাচে চোটে পড়েন নাথান এলিস। সেই চোটে মেলবোর্ন স্টার্সের সঙ্গে নক আউটের ফাইনালে খেলা হচ্ছে না হোবার্ট হারিকেন্সের অধিনায়কের। ডানহাতি পেসারের চোটে স্টার্সের বিপক্ষে হোবার্টকে নেতৃত্ব দেবেন বেন ম্যাকডরমট।